বুয়েটিয়ানরা,
সকালে ঘুম থেকে উঠে যখন ঈশানের ছবিটা দেখলাম, সারা রাত প্রো-ভিসির অফিসের সামনে বসে থাকা স্টুডেন্টগুলো ছবিগুলো দেখলাম, তার পরের ভেঙ্গেচুরে যাওয়া অনুভূতি প্রকাশ করার ক্ষমতা আমার নেই।
তোমাদের পাশে আমরা প্রাক্তনরা আছি, রাজনীতি ঘৃণা করা মানুষরা আছে।
আমি অনেকদিন আগে buetian.com ডোমেইনটা কিনে রেখেছিলাম আমাদের ভার্সিটির স্টুডেন্টদের জন্যে একটা সাইট হিসেবে তৈরী করবো জন্যে। কখনোই করা হয়নি কাজটা কিন্তু আজ করতেই হবে অন্যথায় আমি নিজেকে বুয়েটিয়ান বলে পরিচয় দেয়ার ক্ষমতা হারাবো।
আমি সাইটটি তৈরী করে শুরু করে দিয়েছি। আপনারা যারা এই ব্লগ পড়ছেন তাদের অনুরোধ করবো সাইটটার লিংক শেয়ার করবেন সবার কাছে। প্রতিবাদের প্রতিটি আপডেট শেয়ার করার চেষ্টা থাকবে ফেসবুক থেকে কপি করে।
ফেসবুকে এই পেজটিতে জয়েন করুন: বুয়েটের আঙিনায় সন্ত্রাসীদের ঠাঁই নাই
বুয়েটিয়ান সাইট লিংক: http://buetian.com/
শেয়ার লিংক: http://www.facebook.com/sharer/sharer.php?u=http://www.buetian.com