এটা এই সাইটের প্রথম ব্যানার হবে।
এই ছবিটা তুলেছিলাম বন-বাডগোডেসবার্গে আমার অফিসের কাছের ট্রেন স্টেশনে। ২০১১ তে ২৮দিন থেকে ফেরত যাবার পরে যতবার এই ছবিটা দেখতাম অতবার নিজের মনে কেন জানি মনে হতো আমি আবার ফেরত চলে গিয়েছি জার্মানীতে, আর আমি এখন আসলেই জার্মানীতে। এই ছবিটা আমার মনে হয় আমাদের নিজের বাসার মতই আপন। আমার বাসা যতই সাধারন হোক না কেন যতবার আমি আমার বাসার ছবি দেখি অতবার স্মৃতির সুনামিতে পড়ে যাই। এই ছবিটাও তেমনি একবার দেখলেই একদম সারি ধরে অসংখ্য স্মৃতি মনে আসতে থাকে।
ইউরোপে আমি যেই সময় এখানে এসেছিলাম তখন আমি মাত্র বুয়েট থেকে পাশ করা এবং চাকুরীতে ১ বছর হয়েছে। আমি বিশ্বাস করি আমার কাজে আমার বস রা খুশী ছিলেন দেখেই এটা সম্ভব হয়েছিলো, তাই অবশ্যই এটাকে আমি অ্যাচিভমেন্ট বলবো।
আজকে আমাদের স্বাধীনতা দিবস। আজকে ব্যানার আপলোড করার জন্যে স্বাধীনতা দিবসের কিছু নেই আমার কাছে। থাকলে ওটারই করতাম...