বন্ধুদের সাথে মিলে প্রথম দেশের বাইরে যাওয়া এই শিলংয়ে। ইউরোপ যাওয়ার পরে দ্বিতীয়বার বাংলাদেশের বাইরে যাই এখানে, আমাদের M&H থেকে। দেশের বাইরে যাওয়ার একটা থ্রিল আছে, সেটা যত কাছেই হোক না কেন।
এই ছবিটা যখন নেয়া তার পরেরদিন আমরা ফিরবো বাংলাদেশে কিন্তু পিছনে ফেলে আসছি অসম্ভব সুন্দর ৩টা দিনঃ শুরু তামাবিল বর্ডারে পেইন ওয়েটিং টাইমে, এরপরে দারুন সুন্দর ল্যান্ডস্কেপের মাঝ দিয়ে শিলংয়ে পৌছানো, অ্যাভারেজ (নাকি সুন্দর কিন্তু ওয়াও-ইফেক্টের অভাব) শিলং সিটিতে ঘোরা, একজনের উপর ক্র্যাশ খাওয়া, পরদিন জীবনের শ্রেষ্ঠতম মুহুর্তগুলোর একটি চেরাপুঞ্জি যাওয়ার পথে রাস্তার উপর দিয়ের মেঘের সমান্তরালে চলা এবং সবশেষে এই সূর্যাস্ত নিয়ে ফেরত আসা। আমরা ৮জন ছিলাম ০৪ এর, তাই হয়তোবা আনন্দটাও অনেক অনেক বেশী ছিলো।
এই সূর্যাস্তটা আনন্দময় মুহুর্তের কথা বলে