আমার অনেকদিন থেকেই ইচ্ছা ছিলো নিজের একটা ওয়েবসাইট করবো এবং সেখানে নিজের ইচ্ছামত অনেক কিছুই করবো। প্রথম ইচ্ছাটা পূরণ হলো কারণ ফাইনালি আমি আমার নিজের ওয়েবসাইট করে ফেলেছি এবং এখন এটা আপনারা দেখতে পারেন এটাঃ http://www.mythicangel.com/
পুরো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে করা সুতরাং ওয়ার্ডপ্রেসে যারা কাজ করেন তারা যেকোন ঝামেলায় আমাকে জিজ্ঞেস করতে পারেন, ফ্রি-তেই সমাধান দিবো। কন্ট্যাক্ট পেজঃ http://www.mythicangel.com/contact
সাজেশন দিলে ভালো লাগবে কি কি করা যেতে পারে এখানে। সামহোয়ারইনকে বিদায় নয় নিজের ওয়েবসাইট তৈরী করা মানে, বরং এখানে যেন সামহোয়ারইনের লেখা সরাসরি ইমপোর্ট করা যায় সেই ব্যবস্থাও করেছি নিজে কোড লিখে। বর্ণনা এখানেঃ অন্য ব্লগ/সাইট থেকে আপনার লেখা ইমপোর্ট করার উপায়
এই মুহুর্তে ডোমেইনের দাম খুব কম, মাত্র ৩০০টাকার মতন (এই সাইটের কুপন ব্যবহার করেঃ http://scottsigler.com/godaddy-promo-codes )। অতএব এখন/পরে কেউ যদি নিজের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করেন এবং নিজের লেখা ইমপোর্ট করার প্লাগইনটি চান তাহলে আমাকে বললেই হবে।
শুভ সন্ধ্যা,
ভাল থাকবেন।