ব্লগে এসে বেশকিছু আপডেট নোটিস করছি....... প্রথমটা হল সংকলিত ট্যাবের জায়গায় গ্রুপ ব্লগ নাই..... দ্বিতীয়টা হল প্রতিটা পোস্টের উপর আওয়াজ, ফেসবুক ও টুইটার শেয়ার করার ব্যবস্থা (কতবার শেয়ার করা হল সেটার কাউন্টার সহ)...... আর ওটার পাশেই একটা ডাউন অ্যারো দিয়ে বাকিবুকমার্কিং অপশন গুলি.....
ভালোই হয়েছে, এখন শেয়ারিংটা অনেক অর্গানাইজড হবে.... এখন নিচের আপডেটগুলি প্রয়োজন:
১) ওয়েবপেজটাকে সেন্টার-অ্যালাইন করা যাতে ল্যাপটপের স্ক্রিনের মত চ্যাপ্টা অথবা বেশী রেজুলিউশনের পিসিগুলিতে পেজটা মাঝে আসে, সাইডে দেখতে বিরক্ত লাগে " style="border:0;" />
২) কমেন্টের রিপ্লাই দেয়ার সময় ডিফল্ট টেক্সটএরিয়াটা চলে আসে, বোল্ড/ইটালিক করা ঝামেলা..... তাই কমেন্টের রিপ্লাইয়ের সময়ও যদি একদম নিচের বোল্ড/ইটালিক/ইমোটিকনের ওটা চলে আসে ভাল হয়
৩) কমেন্টে ছবি যোগ করার অ্যাডঅনটা বানিয়ে রেখেছে আমড়া কাঠের ঢেকি, ওটাও যোগ করে দেয়া উচিত
আপাতত এগুলোই....... আপডেটটা ভাল লেগেছে, ডেভেলপারদের ধন্যবাদ...... টুইট করা এখন সহজ হবে অনেক