চরম মেজাজ খারাপ হয়ে গেল একটা লিংক পোস্ট, সেটার লেখক এবং সেটার সাবজেক্ট দেখে....... নিচের স্ক্রিনশটটা দেখেন:
ওই ***** হয়রান এর ব্লগে যাইনা কোনদিন তাই কি হচ্ছে সেই ব্লগে আইডিয়া নাই। হকিংসের খাইয়া দাইয়া কাম নাই ইসলামের নামে বিভ্রান্তি ছড়াবে........আমি তবে এটা মোটামুটি শিওর কিছু গর্দভ আস্তিক ওখানে যেয়ে স্টিফেন হকিংসের বিষোদগার করে তার কল্লা নামানোর দাবী করেছেন এবং হয়রান হুজুরকে প্লাসিত করেছেন।
--> যারা এই টাইপের গর্দভের স্টান্টবাজী বুঝেন না তাদের জন্যে বলি, আপনারা যদি এই গাধার একটা কথাও ঠিক ভাবেন তাহলে জিজ্ঞেস করুন এটা কোন জার্নালে প্রকাশিত হয়েছে, কিংবা কোন জার্নালে প্রকাশ করার জন্যে জমা দেয়া হয়েছে কিংবা তাও যদি না হয় তাহলে এটা কি কোন পাবলিকেশনের জন্যে প্রস্তুত করা হচ্ছে ?
উত্তর আসবে: "না"........
--> কথা হল, জার্নালে প্রকাশিত না হলে কি কোন কথা মিথ্যা হয়ে যায় ? ঊত্তর: "না"
--> তাহলে জার্নালের গুরুত্ব কোথায় ?
ঊত্তর: জার্নালে দেয়া মানে একই সাবজেক্টের লোকদের সামনে সেটা উপস্থাপন করে সবাইকে যুক্তিতর্কে আহ্বান করে কোন দাবী প্রতিষ্ঠা করা...... একই সাবজেক্ট বলতে বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট বলছি না, বলছি একই জিনিস নিয়ে কাজ করা (এখানে ব্যাকগ্রাউন্ড ইমপরটেন্ট না)....... জার্নালে দিলে বুঝা যায় কোন কিছুর দাবী করা হচ্ছে শক্তপোক্ত লজিকে কোন ভুজুং ছাড়াই.... অন্য সাবজেক্টের কাউকে ভুজুং দেয়া যত সহজ, নিজ সাবজেক্টের কাউকে ভুজুং দেয়া অতটাই কঠিন......
যেমন ধরুন, যিনি ওয়েবসাইট বানানো নিয়ে কিছু জানেন না তার "নেট লাইন নাই" অভিযোগের প্রেক্ষিতে তাকে যদি বলা হয়: নিচের ছবিটা দেখুন-
আপনার সাইট তো ঠিকই রান করছে সুতরাং কেন বলছেন নেট লাইন নাই ?সেও মেনে নিবে ব্যাপারটা কারণ দেখাই যাচ্ছে লোডিং হচ্ছে.......... কিন্তু ভুজুংটা এখানে যে: ওটা একটা পিকচার, পিসি আসলেই কাজ করছে কি করছে না, নেট লাইন আছে কি নাই সেইসব জিনিসের কোন ইনডিকেটর না......
*****************************
হয়রান ভাইয়ের ভুজুং সফল হোক......... গর্দভ আস্তিক যারা ভাবছেন হয়রান কোন ভুজুং ছাড়া এসব লিখেছেন তারা যাইয়া ওরে প্লাস মেরে আসেন......... আমি একজন আস্তিক এবং হয়রানের এসব স্টান্টবাজী পাবলিকেশন/জার্নালে না আসা পর্যন্ত বিশ্বাস করব না " style="border:0;" />