সবার আগে সামহোয়ারের নোটিশবোর্ডের পোস্টের স্ক্রিনশট:
এটা দেখা যাচ্ছে ২০ জানুয়ারী বলা হয়েছে এখন থেকে আর কোন প্লাস/মাইনাস রেটিং করা হবে না। সুতরাং সকল পোস্টেই প্লাস=০ এবং মাইনাস=০ দেখানো উচিত ২০ জানুয়ারী এই ফ্যাসিলিটি তুলে নেয়ার পর থেকে আসা সকল পোস্টেই।
এবার মেহরীন সাদিয়া সুমি'র পোস্টে নজর দেন। উনি লিখেছেন: "আমি ব্লগ লেখা মানেই শত শত মাইনাস এর ছড়াছড়ি। ভাল কিছু লিখি কিনবা কপি পেষ্ট, মাইনাস দিতে কেউ এতটুকু কার্পন্য করে না। এইজন্য সামু মামাকে ধন্যবাদ জানাই কারন আমাদের মত অসহায় ব্লগাররা অন্তত এমন আকস্নাৎ আক্রমনের হাত থেকে রক্ষা পাবে।"।
কিন্তু আল্লাহর কি কুদরত " style="border:0;" /> , নিচের স্ক্রিনশটটা দেখেন:
উনার প্রফাইলেও দেখতে পারেন:
http://www.somewhereinblog.net/blog/Mehrin420
উনাকে কেউ একজন মাইনাস দিয়েছে এই পোস্টে (যদিও সামহোয়ারের সিস্টেম অনুসারে রেটিং করার সুবিধা বন্ধ হয়েছে)। নিশ্চিতভাবে সামহোয়ারের এটা একটা বাগ, তবে...............চরম মজা পাইলাম, হা হা হা...... " style="border:0;" />
" style="border:0;" />
" style="border:0;" />
" style="border:0;" />